fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সরকারি নির্দেশ মেনে মন্ডপ তৈরীর আবেদন প্রশাসনের

পাপ্পা গুহ, উলুবেড়িয়া:  আসন্ন দূর্গা পুজোয় সরকারি নির্দেশ মেনে মন্ডপ তৈরীর জন্য বিভিন্ন পুজো
কমিটির কাছে আবেদন জানাল হাওড়া জেলা প্রশাসন। শনিবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে জেলা
প্রশাসন আয়োজিত সাধারণ সমন্বয় সভায় পুজো কমিটিগুলির কাছে এই আবেদন করা হয়। এদিন
প্রশাসনের আধিকারিকরা জানান যে, প্রতি বছর জেলায় ১০ লক্ষ মানুষ ঠাকুর দেখতে বের হন, যদিও এই
বছর পরিস্থিতি একটু অন্যরকম হওয়ায় প্রতিটি পুজো কমিটিকে বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে
এই বছর করোনা পরিস্থিতির জন্য শিশুরা বাইরে না বের হলেও দুর্গা পুজোর সময় তারা ঠাকুর দেখতে
রাস্তায় বের হবে।

[আরও পড়ুন- হাথরাসের প্রতিবাদে সুন্দরবনের তপশিলি জাতির মিছিল]

আর সেই কারণে এইসব শিশুদের বাড়তি সুরক্ষা দিতে হবে বলে জানান প্রশাসনিক
আধিকারিকরা। এদিন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে খোলামেলা মন্ডপ তৈরী করার
পাশাপাশি মন্ডপে মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। পুস্পাঞ্জলি, সিঁদুর
খেলার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে বিশেষ নজর রাখার আবেদন জানানো হয়। এদিন
প্রশাসনের পক্ষ থেকে দুর্গা পুজোর পর সাংস্কৃতিক অনুষ্ঠান না করার বার্তা দেওয়া হয়।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য্য, বিধায়ক পুলক রায়,
বিধায়ক ইদ্রিস আলি, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, হাওড়া গ্রামীণ
জেলা পুলিস সুপার সৌম্য রায় সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।

 

Related Articles

Back to top button
Close