পশ্চিমবঙ্গহেডলাইন
নারদকান্ডে ইডি দফতরে হাজির হলেন অপরুপা পোদ্দার-এর স্বামী

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: নারদা কাণ্ডে সল্টলেক ইডি দফতরে আসলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার-এর স্বামী সাকির আলী।
সূত্রের খবর, নারদ কান্ডের বেশ কিছু নথি চেয়েছিল ইডি কর্তারা। সেই নথি নিয়ে আসেন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী। গাড়ি থেকে নেমে সরাসরি সল্টলেকে অধিদপ্তরের ভিতরে প্রবেশ করেন।
আরও পড়ুন: বিশ্বে বাড়ছে সুস্থতার হার, বাড়ি ফিরেছেন এক কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৭২৭