আরামবাগে ১৯ জন করোনা আক্রান্ত

গোপাল রায়, আরামবাগ: আরামবাগ মহকুমা জুড়ে মোট ১৯ জন করোনা আক্রান্ত। গোঘাট-১ নম্বর ব্লকের গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিডিও অফিসের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত। জানা গিয়েছে যে, যে পঞ্চায়েত সমিতির সভাপতি করোনা আক্রান্ত হয়েছেন তিনি হুগলি জেলার বন উৎসবে অংশগ্রহণ করেছিলেন। ওই পঞ্চায়েত সমিতির সভাপতি কয়েকদিন আগে বেশ কয়েকজনকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন। তৃণমূলের একাধিক কর্মী নেতাদের ও সরকারি কর্মী আধিকারিকের করোনা পজিটিভ আসার কারণে রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
[আরও পড়ুন- ‘পুলিশ সবচেয়ে বড় গুন্ডা’ নাম না করে ব্যারাকপুরের ডেপুটি কমিশনারকে আক্রমণ দিলীপ ঘোষের]
অন্যদিকে করোনা আবহের কারনে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। তারই সাথে চলছে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে রাস্তায় নেমে। আরামবাগে সোমবার সন্ধ্যা সাতটা থেকে লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউন কতটা কার্যকরী হয় তা এখন দেখার।