এলাকার স্যানিটাইজ ও সচেতন মূলক প্রচারে আরএসএস, কুড়োলো প্রশংসা

বাবলু ব্যানার্জি কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের দেহে করোনা পজিটিভ এর রিপোর্ট এসেছে বলে জানা যায় ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে। রাজনৈতিক দল থেকে শুরু করে বহু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নানান সচেতনতা মূলক কাজে নেমে পড়েছে। পিছিয়ে নেই আরএসএসও। কোলাঘাট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সচেতনতা মূলক কাজের জন্য প্রশংসা পাচ্ছে এলাকাবাসীর। বাথান বেড়িয়া থেকে রাইন গ্রাম পর্যন্ত রাস্তার দু’ধার সহ এলাকায় যতগুলি সরকারি-বেসরকারি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে সেই স্থানে গিয়ে স্যানিটাইজার করতে দেখা গেল।
পাশাপাশি, এই মহামারীর আবহে এলাকাবাসী্র সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধেও নামল কোলাঘাটের বড়িশা স্বামীজি একাডেমি ।এই সংগঠন এলাকার জঙ্গল পরিষ্কার করা সহ স্বাস্থ্য বিভাগ চত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করার ক্ষেত্রে জোর দিয়েছে। এই করোনা আবহের মধ্যে যাতে করে ডেঙ্গুর মত রোগে মানুষজন আক্রান্ত না হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা বার্তা দেওয়া হয়েছে একাডেমির পক্ষ থেকে।