এলাকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিতে আধুনিক মানের জিম তৈরি করলেন বুদবুদের আরিফ
জয়দেব লাহা, দুর্গাপুর: স্বাস্থ্যই সম্পদ। পড়াশোনায় মাঝপথে ইতি টেনে শারিরিক গঠনে জোর দিয়েছিল। সেটাকেই জীবনের মূল লক্ষ্য করে আন্তর্জাতিক স্তরে লড়াইয়ে এগিয়ে চলেছে। এবার এলাকার ছেলে মেয়েদের শারিরিক গঠনে প্রশিক্ষণ দিতে নিজের উদ্যোগে জিম তৈরি করলেন বুদবুদের আারিফ। শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবসে বুদবুদ মানকর রোডে ওই জিমের উদ্বোধন হল। উদ্বোধন করলেন গলসীর বিধায়ক অলোক মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন বুদবুদ চেম্বার অব্ কমার্সের সভাপতি রতন সাহা প্রমুখ।
শেখ আরিফ। বুদবুদের মসজিদ তলার বাসিন্দা। গত ২০১৮ নেপালে সাউথ এশিয়া দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা হয়। সেখানে ভারতসহ ৮ টি দেশ অংশ গ্রহন করেছিল। ওই প্রতিযোগতায় ৬৫ কেজি বিভাগে প্রথম হয় আরিফ। ২০১৯ সালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আইএফবিবির এশিয়া দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। সেখানে ভারতসহ ৪২ টি দেশ অংশ গ্রহন করেছিল। ওই প্রতিযোগতায় ৭০ কেজি বিভাগে পঞ্চম হয় আরিফ। এছাড়াও জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন খেতাব জুটেছে। মিঃ বেঙ্গল খেতাবও পেয়েছে। এছাড়াও জাতীয় স্তরেও পদক পেয়েছে। বর্তমানে নিজের শারীরিক গঠনের পাশাপাশি এলাকার যুবকদের কোচিং দেওয়ার উদ্যোগ নেয়। নিজের উদ্যোগে বুদবুদের মানকর রোডে আধুনিক মানের জিম তৈরী করে। শনিবার স্বাধীনতা দিবসের দিন ওই জিমের উদ্বোধন করেন গলসীর বিধায়ক অলোক মাঝি, এছাড়াও উপস্থিত ছিলেন বুদবুদ চেম্বার অব কমার্সে সভাপতি রতন সাহা।
আরিফ জানায়,” লক্ষ্য আছে অলিম্পিকে অংশ নেব। দেশের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সোনা জয় করব। সেই প্রস্তুতি চলছে জোরকদমে। পাশাপাশি এলাকার ছেলে মেয়েরা স্বাস্থ্য গঠনে এগিয়ে আসুক। তাই জিম তৈরি। জিমে থাকছে কেবল ক্রস, লেগ ফ্রেশ, বাটার ফ্লাই, চেষ্ট, সোল্ডার ফ্রেশ। এক সঙ্গে ২০ জন প্রশিক্ষন নিতে পারবে। মেয়েদের আলাদা ব্যাবস্থা রয়েছে। মেয়েদের জন্য প্রশিক্ষন সহযোগিতায় স্ত্রী সম্মা পারভিন থাকবে।”