নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধানকরকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেন,’ মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার অজয় ঠাকুর আমার ও আমার পরিবারেরর প্রাণ নাশের চেষ্টা করেন।’ তিনি তিন পাতায় চিঠিতে লেখেন, ‘ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ৩৫ জন সঙ্গীকে নিয়ে আমার অফিসের চারপাশে অজয় ঠাকুর সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করছিলেন।
আরও পড়ুন: আর্থিক প্যাকেজের তৃতীয় দফায় কৃষি, মাছ চাষ এর প্যাকেজ ঘোষণা সীতারামনের
আমি চ্যালেঞ্জ করতে বলা হয় সঞ্জিৎ ও নিতু সিং কে নোটিশ ধরাতে এসেছেন। আমার কাছে খবর ছিল নোটিশ দেওয়াকে কেন্দ্র করে তর্ক বানিয়ে আমাকে গুলি করা হবে। দুজন আমার দিকে বন্দুক তাক করেছিলেন । কিন্তু গুলি চালানোর সাহস পাননি। আমি আপনাকে অনুরোধ করছি, অজয় ঠাকুর, রাজেশ ঘোষ ও অন্যান্য অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিন যাঁরা রাজ্যের মদতে আমার প্রাণনাশের চক্রান্ত করেছিল।