আন্তর্জাতিকহেডলাইন
আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে, নিহত বেড়ে ২২৩

ইয়েরেভান ও বাকু, (সংবাদ সংস্থা): অষ্টম দিনেও অব্যাহত রয়েছে বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত। সোমবার আজারবাইজানের সঙ্গে ভয়াবহ সংঘাতে ২১ সেনা সদস্যের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে আর্মেনীয়া। জানা যাচ্ছে, সংঘাত শুরু হওয়ার পর সেনা সদস্যসহ এখন পর্যন্ত মোট ২২৩ জন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখের মালিকানা ঘিরে প্রতিবেশি দুই দেশে আজারবাইজান ও আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আর্মেনিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা তাদের রাডার সিস্টেমে ধরা পড়েছে।
রকমের বিস্ফোরণের ঘটনা ঘটেছে কারাবাখের প্রধান শহর খানকেন্ডিতে। আর এই চালিয়েছে আর্মেনিয়া বলে দাবি করেছে আজারবাইজান। অন্যদিকে, আর্মেনিয়ার বিদেশ মন্ত্রক দাবি করেছে, ‘আজারবাইজান থেকে রকেট হামলা চালিয়ে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। তারাই বেসামরিক লোকজনদের উপর হত্যাকান্ড চালিয়েছে।’