fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ডাম্পারের ধাক্কায় সেনাবাহিনীর সুবেদারের মৃত্যু, গ্ৰেফতার ডাম্পার চালক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ডাম্পারের ধাক্কায় সেনা বাহিনীর সুবেদারের মৃত্যুর ঘটনায় গ্ৰেফতার হল ডাম্পার চালক। ধৃতের নাম রিয়াজ মল্লিক। তার বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ার করজগ্রামে। শনিবার সকালে সে জেলার জামালপুর থানায় আত্মসমর্পণ করে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর সুবেদার আব্বাস আলির বাড়ি কেতুগ্রামের সিলুরি গ্রামে। স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য কিছুদিন আগে তিনি চারচাকা গাড়িতে চড়ে কলকাতায় যাচ্ছিলেন। পথে জামালপুর থানার আবুজহাটি একায় একটি ডাম্পার তাদের গাড়িটিকে ধাক্কা মারে। তাতে গাড়িটির চালক ছাড়াও সুবেদার ও তাঁর স্ত্রী জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে তাঁদের কলকাতার সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার ৪ দিন পর সেখানেই মারা যান সুবেদার আব্বাস। তাঁর স্ত্রী ও গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে মৃতের আত্মীয় মুসলিম শেখ জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘাতক ডাম্পারের খোঁজ চালাচ্ছিল। এদিন ডাম্পার চালক নিজেই থানায় আত্মসমর্পণ করেন। তাকে পেশ করা হয় বর্ধমান আদালতে। ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস যদিও ধৃতের জামিন মঞ্জুর করেছেন।

Related Articles

Back to top button
Close