fbpx
দেশপশ্চিমবঙ্গহেডলাইন

শিশুকন্যাকে ছেড়ে চলে গেলেন সৈনিক পিতা, আত্মহত্যায় ছড়ালো চাঞ্চল্য

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত কাশ্মীর উপত্যকায় আত্মহত্যা এক ভারতীয় জওয়ানের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেনা ক্যাম্পে।

কাশ্মীরে কর্মস্থলেই ‘আত্মহত্যা’ করলেন সিআরপিএফ-এ কর্মরত এক বাঙালি কনস্টেবল। ২৯ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল বিশ্বজিৎ দত্ত সোমবার শৌচাগারে নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন। নদিয়ার কালীগঞ্জ অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি।

মার্চে লকডাউন শুরু হওয়ার আগেই ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন বিশ্বজিৎ। পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে ফিরে যান কর্মস্থলে। এদিন গুলির শব্দ শুনে শৌচালয়ে ছুটে গিয়ে অন্য সিআরপিএফ কর্মীরা তাঁর রক্তাক্ত দেহটি দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পান্থচক পুলিশ পোস্ট থেকে এই মর্মে বিবৃতিও দেওয়া হয়।

মৃত সিআরপিএফ বিশ্বজিতের একটি সাত বছরের ছেলে ও দুই বছর বয়সি মেয়ে রয়েছে।  ফলে পিতৃহারা হতে হলো ওই শিশুদের। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া ওই জওয়ানের পরিবারে।

Related Articles

Back to top button
Close