fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর ১৪ দিন জেল হেফাজত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আলিবাগ আদালত। আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় ধৃত আরও ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় এফআইআর বাতিলের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন অর্ণব।
২০১৮ সালে একটি আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব গোস্বামী এবং আর দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

অর্ণব গোস্বামীর অভিযোগ, গ্রেফতারের সময় পুলিশের কাছে শারীরিক নিগ্রহের শিকার তিনি। এমমকী ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে বলপূর্বক পুলিশ ভ্যানে তোলা হচ্ছে।

চলতি বছর মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছিলেন, সিআইডি নতুন করে ২০১৮ সালের সেই মামলার তদন্ত শুরু করবে। গত বছর রায়গড় পুলিশ মামলার তদন্ত বন্ধ করে দিয়েছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েককে আলিবাগের একটি বাংলোতে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্বয়ের মেয়ে আদন্যা দাবি করেন, রিপাবলিক টিভির থেকে বকেয়া টাকা না পেয়ে আত্মহত্যা করেন তাঁর বাবা ও ঠাকুমা। সেই সময় রিপাবলিক টিভি সমস্ত অভিযোগ অস্বীকার করে।

আরও পড়ুন: দখলে উইসকনসিন….. সাদা বাড়ির দখল নিতে কি আরও একধাপ এগোলেন বাইডেন!

অর্ণব গোস্বামীর গ্রেফতারির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

Related Articles

Back to top button
Close