রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী গ্রেফতার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। মুম্বই পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, ইতিমধ্যেই তাকে রায়গড় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ অর্ণব গোস্বামীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে অন্য একটি সূত্রের খবর অর্ণব গোস্বামীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:চলছে ভোটগণনা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার চাবিকাঠি শেষ পর্যন্ত কার হাতে…
রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ৫৩ বছর বয়সী এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। এই বছরের মে মাসে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল অর্ণবের বিরুদ্ধে। ইন্টিরিয়র ডিজাইনার দ্বারা লেখা সুইসাইড নোটে লেখা হয়েছিল যে, অভিযুক্ত অর্ণব তাকে ৫.৪০ কোটি টাকা দেয়নি। আর এই কারণে সে এই পথ বেছে নেয়।
অর্ণব গোস্বামী ও রিপাবলিক টিভির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে হয়েছে।