fbpx
কলকাতা

অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ফের ৫ কোটি ৩২ লক্ষ টাকার হদিশ, আদালতে দাবি ইডির  

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আরও ধনরাশির হদিশ মিলল। অর্পিতা মুখোপাধ্যায়ের নামে ৫ কোটি ৩২ লক্ষ টাকার হদিশ পাওয়া গেছে বলে আদালতে দাবি করেছেন ইডির আধিকারিকেরা। এর আগে ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ছিলই, প্রায় ৪০টি এবং ২০১টি সেল কোম্পানির হদিশ মিলেছে। এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ফের তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দ্বিতীয় দফার জেল হেফাজত শেষ হওয়ার পর আদালতে ভার্চুয়ালি শুনানি হয়। আদালতে সওয়াল জবাব চলাকালীন ইডির আধিকারিকরা জানান, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে আরও ৫ কোটি ৩২ লক্ষ টাকার হদিশ পাওয়া গেছে। আগের ৬০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ছিলই, নতুন করে আরও প্রায় ৪০টি অ্যাকাউন্ট এবং ২০১টি সেল কোম্পানির হদিশ মিলেছে। এই সমস্ত টাকার সঙ্গে কি এসএসসি দুর্নীতি কাণ্ডের যোগ সাজশ রয়েছে সেই প্রশ্নই উঠছে বার বার।

Related Articles

Back to top button
Close