
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য পেশ করে চলেছে ইডি। এবারে পার্থ ও অর্পিতা মধ্যে সম্পর্কের নতুন সমীকরণ এল ইডির হাতে। এতদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বার বার দাবি করেছেন তিনি, অর্পিতাকে সেইভাবে চেনেন না। নাকতলায় পুজোতে দেখেছেন। একজন মন্ত্রীর কাছে অনেকে আসতেই পারেন।
এদিকে এবার ইডির দাবি, মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, আর তাতে সায় দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সম্প্রতি চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে উল্লেখ করা হয়েছে, মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, আর সেখানে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷
ইডি সম্প্রতি পার্থ ও অর্পিতার বিষয়ে চার্জশিট জমা করেছে, সেই চার্জশিটে বলা হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় মা হতে চেয়েছিলেন৷ আর তার জন্য দত্তক নিতেও তিনি রাজি হয়েছিলেন৷
ইডির দাবি, যে সমস্ত নথি উদ্ধার করা হয়েছে সেখানে একটি নথি উদ্ধার করে ইডি৷ সেটিই নো অবজেকশন সার্টিফিকেট৷ অর্থাৎ, অর্পিতার মা হওয়ার বিষয়ে সায় দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷
আইনজীবীদের মতে, কোনও মহিলা যদি দত্তক নিতে চান, তা হলে তাঁর কোনও রকম নো-অবজেকশন সার্টিফিকেট দরকার পড়ে না৷ একমাত্র যদি কোনও মহিলা বৈবাহিক বন্ধনে থাকেন, তা হলেই তাঁর স্বামীর নো-অবজেকশন সার্টিফিকেট দরকার পড়ে৷ এখানেই প্রশ্ন উঠছে, তাহলে দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল।
উল্লেখ্য, গত ২৩ জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশির সময় ২০ কোটি নগদের পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করে ইডি। তার ভিত্তিতে জেরা করা হয় পার্থ অর্পিতা দুজনকেই। এতেই নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা যে অর্পিতা মুখোপাধ্যায়ের মা হওয়ার ইচ্ছে হয়েছিল। সেইমতো সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তিনি। এই জন্য সুপারিশ চিঠিও লিখে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পারিবারিক বন্ধু হিসেবেই তিনি এই কাজ করেছিলেন বলে ইডির দাবি।
পার্থকে জেরার সময় সেই চিঠি দেখিয়ে প্রশ্ন করেন ইডির গোয়েন্দারা। এমনকি অর্পিতার জীবনবিমায় পার্থ কেন নমিনি সেই কথাও জানতে চাওয়া হয়। কিন্তু পার্থ সেইসব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন।