fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

একদিনের ইডি হেফাজতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, সোমবার ফের আদালতে পেশ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবীরা। আবেদন খারিজ করে দেন বিচারক। একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেই অর্পিতা মুখোপাধ্যায়কেও ওইদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

আদালতে জমা দেওয়া তালিকা অনুযায়ী, অর্পিতা বাড়ি থেকে অনুযায়ী ২১ কোটি ৯০ লাখ টাকা পাওয়া গিয়েছে। অর্থাৎ, প্রায় ২২ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এবং প্রায় ৭৮ লাখ টাকার গয়না পাওয়া গিয়েছে। এছাড়া বিভিন্ন নথি।

এদিন আদালতে পেশের আগে অর্পিতা জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অর্পিতা জানান, তার আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে।

 

Related Articles

Back to top button
Close