পশ্চিমবঙ্গহেডলাইন
স্বাস্থ্যদফতরের উদ্যোগে করোনা Test এর ব্যবস্থা আলিপুরদুয়ারের উত্তর জিতপুরে

সুমিত কার্জি, আলিপুরদুয়ার: করোনা মাহামারীতে করোনা টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হল উত্তর জিতপুরে। আলিপুরদুয়ার জেলার ১ নং ব্লকের উত্তর জিতপুর এলাকার নিবেদিতা সংঘে উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে আলিপুরদুয়ার ১ নং ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মঙ্গলবার করোনা টেস্ট এর আয়োজন করা হয়।
জানা যায়, এদিন সেখানে করোনা টেস্ট এর পাশাপাশি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এলাকার মানুষদের করোনা বিষয়ে সচেতন করা হয়। অনেক সাধারণ মানুষের লালারস সংগ্রহ করে সেখানে RTPCR টেস্ট করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিন উত্তর জিতপুর এলাকার ২৫ জনের লালারস সংগ্রহ করা হয় ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।