fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রানীহাটিতে করোনা দূর করতে শান্তি যজ্ঞের আয়োজন

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। কলকাতার পাশাপাশি হাওড়া জেলাতেও সংক্রমন বাড়তে থাকায় চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে। করোনা সংক্রমণ রুখতে সরকারিভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি এবার পৃথিবীকে করোনা মুক্ত করতে শান্তি যজ্ঞের আয়োজন করল রানীহাটি নাবঘড়া গৌরী আশ্রম।

করোনা রুখতে সোমবার সকাল থেকেই ৭ জন ব্রাহ্মণ আশ্রমে পূজা অর্চনা ও হোম যজ্ঞ শুরু করে। প্রায় ঘন্টা তিনেক পূজা অর্চনা চলার পর উপস্থিত ভক্তদের শান্তিজল দেওয়া হয়। আশ্রমে শান্তি যজ্ঞের আয়োজন সর্ম্পকে আশ্রম কমিটির সভাপতি প্রভাকর পন্ডিত জানান, যেভাবে করোনা সংক্রমণে সারা বিশ্ব আজ দিশেহারা। সাধারন মানুষ আজ আতঙ্কিত। মানুষের এই আতঙ্ক দূর করতে এবং করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে আমাদের এই যজ্ঞের আয়োজন।

প্রভাকর পন্ডিত জানান, আমাদের আশা খুব শীঘ্রই মানুষ এই সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং মানুষ আবার সাভাবিক ছন্দে ফিরে আসবে।

Related Articles

Back to top button
Close