আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক, মালদা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি মাস্কেট এবং এক রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দুর্গারামতলা গ্রামে অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। সেখানে এক দুষ্কৃতীর বাড়ি থেকেই উদ্ধার হয় একটি মাস্কেট এবং এক রাউন্ড কার্তুজ। এই ঘটনায় পুলিশ অজিত মন্ডল এবং সার্জেন মন্ডল নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গারামতলা গ্রামের বাসিন্দা অজিত মন্ডলের বাড়িতেই অভিযান চালানো হয়েছিল। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মাস্কেট এবং এক রাউন্ড কার্তুজ। অজিত মন্ডলের এক সাগরেদ সার্জেন মন্ডলকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে , ধৃত দুই দুষ্কৃতী বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের ছিনতাই-ডাকাতি , গোলমালের অভিযোগ রয়েছে বৈষ্ণবনগর থানায়। দুষ্কৃতীরা এই মাস্কেট এবং কার্তুজ কোথা থেকে সংগ্রহ করেছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।