fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে খুন করে গ্রেফতার মহিলা

শ‍্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে খুন করে গ্রেফতার হলেন এক মহিলা। বসিরহাট মহকুমা বাদুড়িয়া থানার দক্ষিন চাতরা গ্রামের ঘটনা। প্রতিবেশী মঞ্জুআরা বিবি ও তার মেয়ে লায়লা খাতুনের সঙ্গে প্রতিবেশী অর্ধেন্দু দাসের  দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রতিবেশী বছর ৬৫এর অর্ধেন্দু দাসের সঙ্গে প্রথমে বচসা, গন্ডগোল হয় তারপর বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মা ও মেয়ে। আক্রান্ত বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় রুদ্রপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। বৃদ্ধের মৃত্যুতে  ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন- মণীশ শুক্লা খুনে প্রকৃত খুনীরা ধরা পড়বেই, জ্যোতিপ্রিয় মল্লিক

ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে অভিযুক্ত মহিলা আঞ্জু আরা বিবিকে গ্রেফতার করে। মৃত পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে গণ্ডগোল হচ্ছিল। রবিবার দুপুরে ঘটনাস্থলে জমির জরিপ করতে গেলে সেখানেই প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল বেধে যায়। আঞ্জু আরা বিবি ও তার মেয়ে ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Related Articles

Back to top button
Close