সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনার: সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার করল পুলিশ। উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তে ইটিন্ডা বালির ঘাট থেকে এই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
আজ রবিবার ভোর বেলায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসলে বসিরহাট থানার আইসি সুরিন্দর সিংয়ের নেতৃত্বে এক দল পুলিশ গিয়ে হাতেনাতে পাকড়াও করে দুষ্কৃতীদের।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলিভর্তি রিভলবার। এই দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে ছিনতাই রাহাজানি এলাকায় সন্ত্রাস তৈরি করার মতো অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ন্যায়বিচার পার্টির
পুলিশ সূত্রে জানা যায় ওই দুষ্কৃতীর নাম বিশ্বনাথ রায় ওরফে বাবু নামে এক দুষ্কৃতীকে আজ ভোররাতে ইটিন্ডা বালিঘাট থেকে গ্রেফতার করে ধৃত দুষ্কৃতীকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।