গ্রেফতার অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্তসহায়ককে গ্রেফতার করল পুলিশ। ধৃত আপ্তসহায়কের নাম সজল মুখোপাধ্যায়। সোমবার সোহম থানায় সজল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে খবর। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আপ্তসহায়কের গ্রেফতারি নিয়ে একটি ভিডিও বার্তায় সোহম জানিয়েছেন, কাজের জন্য তাঁকে যখন চণ্ডীপুরের বাইরে থাকতে হয়।অফিসের দেখাশোনার দায়িত্বে ছিলেন সজল মুখোপাধ্যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে সজল। নানা অছিলায় টাকা হাতিয়েছে। কখনও চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস, আবার কখনও উঁচু পদে বসিয়ে স্তোক বাক্য দিয়ে অসৎ উপায়ে টাকা রোজগার করেছে। বিষয়টি সোহমের নজরে আসতে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে সজল। সোহমের একটি গাড়ি সজল ব্যবহার করতেন। পরে সেটি সোহমকে ফিরিয়ে দিতেও অস্বীকার করে। গাড়ির চাবি ফেরত দেওয়ার জন্য সোহমের কাছে ৪ লক্ষ টাকাও চায় সজল।আমার নাম নিয়ে দিনের পর দিন বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে গেছে।