পশ্চিমবঙ্গহেডলাইন
ফের সোনা উদ্ধার করল ডিআরআই গ্রেফতার চালক ও সহকারী চালক
কৃষ্ণা দাস, শিলিগুড়ি: সিমেন্টের গাড়ি করে সোনা পাচারের ছক বানচাল করল ডিআরআই। পাচারের আগেই উদ্ধার প্রায় ৫ কেজি হলুদ সোনা। ১৪ চাকার সিমেন্টের ট্রাঙ্কার থেকে উদ্ধার হয় সোনা। গ্রেফতার চালক ও সহকারী চালক। দুজনেরই বাড়ি মনিপুর। ধৃতদের নাম মহম্মদ ইসলামউদ্দিন ও মহম্মদ সরিফ খান। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজত হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি টোলপ্লাজার কাছে একটি চোদ্দ চাকার কন্টেনার আটক করে ডিআরআই আধিকারিকরা। গাড়িটিতে ২৫ টন সিমেন্ট ছিল। চালকের কেবিনে এসি মেশিন রাখার চেম্বার থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৪০ হাজার টাকা। ইন্দো মায়ানমার বর্ডার থেকে আসাম হয়ে সোনাগুলো বিহারে পাচারের ছক ছিল। জানা গিয়েছে সোনাগুলি সুইজারল্যান্ডের হলুদ সোনা। এদিন তাদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক উভয়পক্ষে আইনজীবীদের কথা শুনে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয়। তাদের পরবর্তী শুনানির দিন সেপ্টেম্বর মাসের ১১ তারিখ। ততদিন তাদের পুলিশ হেফাজত হয়।