পশ্চিমবঙ্গহেডলাইন
বাগদায় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার দুষ্কৃতী

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে একটি দেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম স্বপন বিশ্বাস (৩১)। বাগদা থানার সিন্দ্রানি এলাকার বাসিন্দা। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাজিতপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্ৰেফতার করে বাগদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ধৃত স্বপন বাজিতপুর ব্রিজ এলাকায় ঘোরাঘুরি করছিল। তখন তাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ অফিসারের। তাকে দেখে সন্দেহ হওয়ার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ধৃতের কথায় অসংগতি দেখে তাকে আটক করে পুলিশ। তাকে তল্লাশি করে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।