পশ্চিমবঙ্গ
গাঁজা পাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ১

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি মহকুমার শিবমন্দির মেডিকেল মোড় এলাকা থেকে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। উদ্ধার হয় ২৪ কেজি গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাজু ছেত্রী। তার বাড়ি নিউজলপাইগুড়ি এলাকার অরবিন্দ পল্লী এলাকায়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তার সাথে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।