fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

কলকাতা পুলিশের জালে ভিন রাজ্যের মাদক পাচারকারী, উদ্ধার ২০ কেজি চরস

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যে মাদক পাচার চক্রের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। কলকাতায় ময়দান এলাকায় শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে এক মাদক পাচারকারীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ কেজি চরস।
আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য প্রায় দেড় কোটি টাকা। মাদক পাচারের অভিযোগে ওমপ্রকাশ কুমার নামে ২৮ বছরের বিহারের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স খবর পায়, বাইরের রাজ্য থেকে শহরে এসেছে এক মাদক পাচারকারী। ময়দান এলাকায় তার উপস্থিতির খবর দেওয়া হয়। সেইমতো শুক্রবার ময়দান থানা এলাকার গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পের কাছে একটি সাদা রংয়ের চারচাকা গাড়িকে আটক করে স্পেশ্যাল টাস্ক ফোর্স। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭টি ধূসর রংয়ের বাক্স উদ্ধার হয়। সেই বাক্সগুলি ভর্তি ছিল চরসে। পরে পরিমাপ করে দেখা যায়, সেখানে মোট ২০ কেজি ২৫৯ গ্রাম চরস রয়েছে।গাড়ির পিছনের সিটের নীচে যত্ন করে লুকিয়ে রাখা হয়েছিল এই মাদক।

পুলিশ সূত্রে খবর, এই চরসের দাম আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ৫ থেকে ৮ লাখ টাকা। অর্থাৎ গাড়িতে যে চরস উদ্ধার হয়েছে তার মোট দাম এক থেকে দেড় কোটি টাকা। এই বিপুল পরিমাণ চরস ওই যুবক কোথায় বিক্রি করতে যাচ্ছিল, তার খোঁজ করছে পুলিশ। এই মুহূর্তে লকডাউনের কারণে বার ও নাইট ক্লাব বন্ধ। তাহলে কোথায় ওই মাদক বিক্রি করতে শহরে এসেছিল ওমপ্রকাশ, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button
Close