পশ্চিমবঙ্গহেডলাইন
এক লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার ২

বিশ্বরূপ অধিকারী, জঙ্গিপুর: এক লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার হল ২ জন। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের ঘটনা। জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাপাই ঘোষ ও কৌশিক কুমার মন্ডল নামে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ফেরিঘাট থেকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ৷
[আরও পড়ুন- জেলা প্রশাসনিক ভবনে করোনা থাবা, আক্রান্ত অতিরিক্ত জেলাশাসক]
শুক্রবার জঙ্গিপুর জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জঙ্গিপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কাররা জানান, এরা মালদার বৈষ্ণবনগর থেকে নদীপথে জালনোট গুলি নিয়ে আসার সময় পুলিশের সন্দেহ হয়। এরপর তাদের থেকে জালনোট উদ্ধার করে পুলিশ৷ তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানানো হয়৷