fbpx
খেলাফুটবলহেডলাইন

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আর্সেনালের

লন্ডন: হোম ম্যাচে হোঁচট খাওয়াটা যেন রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে গানাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হারের করার হ্যাটট্রিক করে ফেলল আর্সেনাল। উল্টোদিকে দীর্ঘ ৪১ বছর পর এমিরেটস স্টেডিয়ামে জয়ের মুখ দেখল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। রবিবার রাতে আর্সেনালকে তাদের ঘরের মাঠে ২-১ হারাল উলভস।

ইপিএলে শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জয়ের দেখেছে আর্সেনাল। এদিন ম্যাচের পঞ্চম মিনিটে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কর্নারে হেড করতে গিয়ে মাথায় আঘাত পান আর্সেনালের ডেভিড লুইস ও উলভারহ্যাম্পটনের রাউল গিমেনেজ। মাঠের মধ্যেই অনেকক্ষণ চিকিৎসা চলে তাঁদের। লুইস মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে গেলেও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় গিমেনেজকে। প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। ম্যাচের ২৭ মিনিটে আর্সেনাল শিবিরে প্রথম আঘাত হানেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। এর মিনিট তিনেকের মধ্যেই অবশ্য সমতায় ফেরে গানাররা।

স্বদেশি উইলিয়ানের ক্রস থেকে হেডে তেকাঠির ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাগালহেস। ৪২ মিনিটে পোদেন্সের গোলে আবারও এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত তাঁর এই গোলই ম্যাচের ফয়সালা করে দেয়। ১৯৭৯ সালের পর আর্সেনালের মাঠে প্রথম জয়ের আনন্দে মাতোয়ার হয়ে ওঠে উলভস। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল তারা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইপিএল লিগ তালিকার ১৪তম স্থানে রইল আর্সেনাল।

Related Articles

Back to top button
Close