যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পর পর ভূমিকম্পে কেঁপে উঠছে দেশের নানা প্রান্ত। ফের কম্পনে কেঁপে উঠল অরুণাচলপ্রদেশের অনজো এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। ভোররাতে আগে ৩টে ৩৬ নাগাদ এই কম্পন অনুভূত হয়। এর আগে দিল্লিতে একমাসে চারবার কম্পন অনুভূত হয়েছিল। অসম ও মিজোরামেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। বার বার ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সম্প্রতি রাজ্যের কম্পনে কেঁপে ওঠে নদিয়া, মুর্শিদাবাদ। শুক্রবার সকালেও কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। বৃহস্পতিবার সকালেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামানের পোর্ট ব্লেয়ারের নিকটবর্তী এলাকা। আন্দামান নিকোবর দ্বীপের পোর্টব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে আঘাত হানে এই কম্পন।
এর আগে কম্পনে কেঁপে উঠেছিল রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।