fbpx
কলকাতাহেডলাইন

গভীর রাতে শোভনের বাড়িতে বৈঠক অরবিন্দ মেননের,দলেই থাকছেন দাবি পদ্মশিবিরের

শরণানন্দ দাস, কলকাতা: শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে ফের দড়ি টানাটানি শুরু। মমতার একদা প্রিয় ‘ কাননের’ ‘ ঘর ওয়াপসির’ সম্ভাবনা উঁকি দিতেই কলকাতার প্রাক্তন মেয়রের গোলপার্কের অভিজাত আবাসনে সোমবার গভীর রাতে হানা দিলেন বিজেপির এ রাজ্যের সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক  অরবিন্দ মেনন। দুজনের মধ‌্যে বৈঠক হল দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে। বৈঠকের পর মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সিদ্ধান্ত এবার শোভন চট্টোপাধ্যায় নেবেন। একইসঙ্গে কর্মীদের পদ্মশিবিরের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে শোভন বিজেপিতেই থাকছেন।

নাটকের শুরু দুপুরের পরে, তৃণমূলের একটি অংশ থেকে জানিয়ে দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু তৃণমূলের এই পদক্ষেপ কি শোভনের ‘ ঘর ওয়াপসির’ জন্য! জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। আর তাই সময় নষ্ট না করে বেশি রাতে শোভনের বাড়িতে হানা দেন অরবিন্দ মেনন।

সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে অরবিন্দ মেনন রাত সাড়ে ৯টা নাগাদ যান। বৈঠক সেরে বেরোন রাত সাড়ে ১১ টায় পরে। কী আলোচনা হলো বৈঠকে? মুখ খোলেন নি মেনন। তবে খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, ‘ খুব ভালো আলোচনা হয়েছে। আড়াই ঘণ্টার উপর কথা হলো। খুব জলদি জানতে পারবেন কী হল।’

আরও পড়ুন: ত্রিফলা আক্রমণে নামছে বঙ্গ বিজেপি

অরবিন্দ ঘনিষ্ঠমহলে দাবি করেছেন, ‘ ২২ আগস্ট থেকে ২৬ আগস্টের মধ্যে আলোচনার কথা ছিল। দু’পক্ষের সময় হচ্ছিল না, তাই কথা হচ্ছিল না।আজ সময় হলো, তাই কথা হল। এবার শোভন চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন।’ সূত্রের খবর, দলে বৈশাখীকে বড় পদ, কেন্দ্রীয় নিরাপত্তার মতো একাধিক দাবি রয়েছে শোভনের। জানা গিয়েছে শোভনের সব দাবি শুনেছেন অরবিন্দ মেনন, যদিও কোন প্রতিশ্রুতি দেননি। আসলে দলে যোগ দেওয়ার পর থেকেই শোভনের অবস্থান নিয়ে জল্পনা রয়েছে। দলের কোন কর্মসূচিতেই তাঁকে দেখা যায় না। এমনকি অমিত শাহ, জেপি নাড্ডার সভাতেও তাঁকে দেখা যায়নি। সম্প্রতি দিল্লিতে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে শোভনের যোগ দেওয়ার জল্পনা ছড়ালেও তিনি দিল্লি যাননি। তবে বিতর্ক যাই থাক শোভনের মতো অভিঞ্জ রাজনীতিককে হাতছাড়া করতে চায় না গেরুয়া শিবির। তাই দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে শোভন বিজেপিতে যোগ থাকছেন। সব মিলিয়ে শোভন এপিসোড ফের জমজমাট।

 

 

Related Articles

Back to top button
Close