fbpx
আন্তর্জাতিক

মায়ের মতোই জাতির সেবায় অঙ্গীকারবদ্ধ থাকবেন, জানালের রাজা তৃতীয় চার্লস

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৭৩ বছর বয়সে রাজা হলেন প্রিন্স চালর্স। উপাধি পেলেন তৃতীয় চালর্স নামে। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে স্থানীয় সময় শনিবার সকালে এক ঐতিহাসিক অনুষ্ঠানে তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজা ঘোষিত হয়েছেন।

সদ্যপ্রয়াত রানির শোকে নামানো জাতীয় পতাকাগুলো ‘অ্যাকসেশন কাউন্সিল’ নামে এই প্রক্রিয়ার পর আবার এক দিনের জন্য স্বাভাবিক উচ্চতায় উড়বে। প্রথমবারের মতো এ অনুষ্ঠান টেলিভিশনে দেখানো হয়। রাজা তৃতীয় চার্লসের আগের দিন, শুক্রবার সন্ধ্যায় এক আবেগপূর্ণ প্রথম ভাষণে তার ‘প্রিয় মায়ের’ নিষ্ঠাপূর্ণ কর্মজীবন অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজা তার মা ৭০ বছরের রাজত্বকালে যেরকম ‘অটল ভক্তি’ দিয়ে জাতির সেবা করেছেন নিজেও তা অনুসরণের অঙ্গীকার করেন।

চার্লস তাঁর মা মারা যাওয়ার মুহূর্ত থেকেই রাজা হয়েছিলেন। কিন্তু রাজা বা রানির মৃত্যুর পর উত্তরাধিকারীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যত তাড়াতাড়ি সম্ভব ‘অ্যাকসেশন কাউন্সিল’ অনুষ্ঠিত হয়।

 

 

Related Articles

Back to top button
Close