fbpx
খেলাহেডলাইন

অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করা হল হকি তারকা মনদীপকে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনা। করোনার গ্ৰাস থেকে রেহাই নেই ভারতীয় হকি দলেরও। একদিন আগেই ভারতীয় হকি দলের মনদীপ সিং করোনায় আক্রান্ত হন। আগে পাঁচ খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। মনদীপকে নিয়ে সেই তালিকা দীর্ঘ হয়ে এখন ভারতীয় দলে ছয় খেলোয়াড় কোভিড আক্রান্ত। জলন্ধরের হকি খেলোয়াড় মনদীপের শরীর জীবাণু মিললেও কোনও উপসর্গ ছিল না। কিন্তু মঙ্গলবার অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার হঠাৎ করেই মনদীপের শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। করোনা পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণে হঠাৎ করেই শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার একাধিক ঘটনা সামনে আসছে। এবার মনদীপের ক্ষেত্রেও এমনটাই দেখা গেল।

দীর্ঘ একমাসের ছুটি কাটিয়ে সদ্য জাতীয় হকি দলের সদস্যরা সাইয়ের বেঙ্গালুরুর সাউথ সেন্টারের শিবিরে যোগ দিয়েছেন। সেখানেই অধিনায়ক সহ মোট পাঁচ জনের করোনা ধরা পড়েছিল। সেই তালিকা বেড়ে এবার সংখ্যা ছয়ে দাঁড়িয়েছে।

মনদীপের শরীরে ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে রক্তে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে বড় অঘটন ঘটতে পারে, সেই কারণে করোনাকালে চিকিৎসকরা বাড়িতে অক্সিমিটার যন্ত্র রাখার পরমর্শ দিচ্ছেন। মনদীপের ক্ষেত্রে জানা গিয়েছে, ১০ অগাস্ট রাতে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করার সময় রক্তে অক্সিজেনের মাত্রা কমার হদিশ পান। এরপরই তড়িঘড়ি সাই ক্যাম্পাস থেকে মনদীপকে স্থানীয় কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মনদীপের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

অধিনায়ক মনপ্রীত ছাড়াও জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সুরেন্দর কুমার, জসকরন সিং, কৃষান বি পাঠক এবং ড্র্যাগ-ফ্লিকার বরুণ কুমার করোনায় আক্রান্ত হন।

Related Articles

Back to top button
Close