বিজেপি কার্যালয়ের উদ্বোধন হয়েই গেরুয়া শিবিরে যোগ ৫০টি পরিবারের

মিলন পণ্ডা, (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুর জেলা অধিকারী গড় থেকে বিজেপি গড় হিসেবে পরিণত হচ্ছে। জেলা জুড়ে তৃণমূল ও সিপিএম থেকে বিজেপিতে যোগদান বেড়েই চলেছে। সোমবার সকালে নন্দীগ্রাম দুই ব্লকের বয়াল গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বিজেপির নবনির্মিত নতুন কার্যালয় উদ্বোধন হল। পরে ৫০ টি পরিবার বিজেপিতে যোগদান করেন।
বিজেপির নবনির্মিত পার্টি অফিসে উদ্বোধন করেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি প্রলয় পাল। এদিন ব্যাপক উদ্দীপনার মধ্যে নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিস উদ্বোধন হয়। তারপরেই তৃণমূল ও সিপিএম থেকে প্রায় ৫০টি পরিবার বিজেপির নবনির্মিত বলরামপুর বিজেপি পার্টি অফিসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনীক জেলার বিজেপির সহ সভাপতি প্রলয় পাল।
আরও পড়ুন: ভয়াবহ বন্যার কবলে উত্তর ভারত, ক্ষতিগ্রস্ত ৮৩ লক্ষ মানুষ
তমলুক জেলার সাংগঠনীক সহ-সভাপতি প্রলয় পাল বলেন যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। ততই বিজেপি দল আরও শক্তিশালী হচ্ছে। তৃণমূল শিবিরে ভাঙন অব্যাহত থাকবে। বিজেপি আরও এরকম শক্তিশালী সংগঠন বাড়াতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপির আরও একাধিক পার্টি অফিস কার্যালয় উদ্ধোধন হবে।
বিজেপিতে আসা নবাগত শ্রীকান্ত জানা ও সেখ জবেদ বলেন, শাসক দলের অত্যাচারে আমফান দুর্নীতি সহ্য করতে না পেরেই বিজেপিতে যোগদান করলেন। আগামী দিনে বিজেপি দলের হয়ে কাজ করতে চান।
অপরদিকে পূর্ব মেদিনীপুর ময়নার গোজিনা গ্রামে সিপিএম ও তৃণমূলের দিকে প্রায় ৭০ টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দেন তমলুক সাংগঠনীক জেলার সম্পাদক চন্দন মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি উত্তম মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।