জমি না লিখে দেওয়ায়, দাদার হাতে আক্রান্ত বোন সহ ৪ জন

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: জমি না লিখে দেওয়ায়, দাদার হাতে আক্রান্ত বোন সহ চার জনকে ভর্তি করা হল হাসপাতালে। বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার কোনা নগর গ্রামের ঘটনা। বছর ৫৫, আজিদা বিবি, থাকেন হরিপুর গ্রামে। তার বাপের বাড়ি কোনানগর গ্রামে। সেখানে বাপের ভিটেতে ১০ কাটা জমি পাওনা হয়েছে। সেই জমিতে বসবাস করেন বড় ভাই সাদিক গাজী সহ ভাইপো মোস্তাকিম গাজি, হাফিজুল গাজি। এরা দীর্ঘদিন ধরে ছোট বোনকে জমি লিখে দেওয়ার জন্য মানসিক চাপ দিচ্ছিল বেশ কয়েক মাস ধরে। লিখতে অস্বীকার করায় অশান্তি চরমে ওঠে।
আরও পড়ুন: ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি ভাতারের মূক ও বধির জনমজুর
তারপর জমি লিখে না দিতে পারায় বোনের মাথায় দায়ের কোপ মারে বড় ভাই সাদিক গাজী। বোন অজিদার মেয়ে পিংকি প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারধর করে এমনকী তার ছোট ছেলে খোকনকে এলোপাথাড়ি মারতে শুরু করে। রেয়াত পাইনি তার স্বামী হোসেন মোল্লা। তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বোন আজিদা, ছেলে খোকন সহ পরিবারের চারজন টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বড় ভাই সাদিক গাজি, ভাইপো মোস্তাকিন, হাফিজুল সহ চারজনের বিরুদ্ধে