fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

করোনায় আক্রান্ত পাকিস্তানের জাতীয় সংসদ-এর স্পিকার আসাদ কায়জার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত পাকিস্তানের জাতীয় সংসদ -এর স্পিকার আসাদ কায়জার।বৃহস্পতিবার ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে এই রিপোর্ট দেয়। পরে তিনি করে জানান, ‘আমার শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তাই আমি নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। পুরো দেশের কাছে আমি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।’

আসাদ কায়জারের ভাই আবদুল ওয়াহিদ জানিয়েছে, পাকিস্তানের স্পিকারের  ছেলে এবং মেয়ের শরীরেও করোনার হদিশ পাওয়া গিয়েছে। এর আগে স্পিকারের শালা আর বোনও করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ আটকাতে বিভিন্ন বিধিনিষেধ এর মধ্য অন্যতম হল সামাজিক
দূরত্ব বজায় রাখা। কিন্তু, গত সোমবার নিজের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করেন আসাদ কায়জার। সেই উপলক্ষে তাঁর বাড়িতে রাজনৈতিক মানুষের সমাগম হয়। তারপরেই আসাদ কায়জারের শরীরে করোনার জীবাণু পাওয়া যায় বলে খবর।এমনকী তিনদিন আগেই সিন্ধুপ্রদেশের গর্ভনর ইমরান ইসমাইলও করোনা আক্রান্ত হন।

Related Articles

Back to top button
Close