fbpx
পশ্চিমবঙ্গশিক্ষা-কর্মজীবনহেডলাইন

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের কৃতীকে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিকের কৃতীকে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা জানাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এই বছরের মাধ্যমিকের পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম ও পশ্চিম বর্ধমান জেলায় প্রথম স্থান পেয়েছে আসানসোলের উমারানী গড়াই ও মহিলা কল্যাণ স্কুলের অনুশ্রী ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৬৮৪।

আরও পড়ুন:দিল্লির এইমস-এ রাজকুমারী অমৃত কউর বহির্বিভাগে একদিনে ১০ লক্ষ নমুনা পরীক্ষা করা যাবে: হর্ষবর্ধন

বৃহস্পতিবার সকালে স্কুলের পরিচালনা সমিতির সভাপতি, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসে পর্ষদের কৃতীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। অনুশ্রীর উচ্চশিক্ষার কথা ভেবে তাকে একটি ল্যাপটপ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা রায়, সহকারি প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায়, অনুশ্রীর বাবা অচিন্ত্য ঘোষ সহ স্কুলের শিক্ষিকারা।

আরও পড়ুন: ফের গুলির শব্দে কাঁপল উপত্যকা, নিকেশ ৩ জঙ্গি, আহত তিন সেনা জওয়ান

অন্যদিকে, এবিটিএর এক প্রতিনিধিদল অনুশ্রীর বাড়িতে যান। সংগঠনের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহায়তা, বই, ব্যাগ ও পুষ্পস্তবক দেওয়া হয়।

Related Articles

Back to top button
Close