৯ ডিসেম্বর থেকে চালু হচ্ছে আসানসোল-হাওড়া অগ্নিবীনা এক্সপ্রেস, চলবে আরও ৩টি ট্রেন

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আরও বেশ কিছু ট্রেন চালু করার ব্যাপারে পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল। আগামী ৯ ডিসেম্বর থেকে চলাচল শুরু হচ্ছে আসানসোল হাওড়া স্পেশাল (অগ্নিবীনা) এক্সপ্রেস ট্রেনের। রেল সূত্রে শুক্রবার জানান হয়েছে, পুরনো টাইমটেবিল মেনে এই ট্রেন হাওড়া ও আসানসোল থেকে চলবে।
৯ ডিসেম্বর হাওড়া থেকে সন্ধ্যা ৬ বেজে ২০ মিনিটে এই ট্রেন ছাড়বে আসানসোলের উদ্দেশ্যে। একইভাবে ১০ ডিসেম্বর সকাল সাড়ে পাঁচটার সময় আসানসোল স্টেশন থেকে থেকে ছাড়বে। একইভাবে ১০ ডিসেম্বর থেকে হাওড়া বোলপুর হাওড়া, হাওড়া মালদা টাউন হাওড়া স্পেশাল এক্সপ্রেস ও হাওড়া রামপুরহাট হাওড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ১০ ও ১১ ডিসেম্বর থেকে চলাচল শুরু হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছে। চলাচল শুরু হয়েছে হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেসের।