আসন্ন নির্বাচনে দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আসানসোলে বিজেপির সভা

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: দলের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে “আমার পরিবার বিজেপি-র পরিবার” এই স্লোগানের সঙ্গে কর্মসূচি ঠিক করে দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেই শ্লোগানকে সামনে রেখে রবিবার আসানসোল দক্ষিণ মন্ডল ১ বিজেপি কমিটির পক্ষ থেকে বার্ণপুরের রাধানগর রোডের একটি হলে একটি সভার আয়োজন করা হয়।
আসানসোল পুরনিগমের নির্বাচন ও ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা বাংলার সঙ্গে আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলাতেও দলের সাংগঠনিক ক্ষমতা ও সদস্য বাড়ানোর লক্ষ্যে এই সভার আয়োজন বলে পদ্ম শিবিরের পক্ষে জানানো হয়েছে।
রাজ্যে ৩ কোটি সদস্য করার পাশাপাশি প্রতিটি বিধানসভায় ১ লক্ষ করে সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে এদিন বিজেপির জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই জানান।
[আরও পড়ুন- সানি লিওন, মিয়া খালিফার পর এবার নেহা কক্কর! কলেজের মেধা তালিকায় নাম উঠল গায়িকার]
তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক দল থেকে কর্মী ও সমর্থকরা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে নির্বাচন যত এগিয়ে আসবে দলে আসার এই প্রবনতাও ততো বৃদ্ধি পাবে।
এছাড়াও লক্ষণ ঘোড়ুই বলেন, আগামী ৪ সেপ্টেম্বর দলের তরফে গোটা রাজ্যের পাশাপাশি আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এদিনের সভায় জেলা নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলর আশা শর্মা, গণেশ মাড্ডি, ডাঃ পি সি মাজি, পবন সিং, অন্যান্যরা উপস্থিত ছিলেন।