fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসানসোল জেলা হাসপাতালের ৪ নার্স করোনা আক্রান্ত

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল:  আসানসোল জেলা হাসপাতালের একসঙ্গে ৪ জন নার্স করোনা আক্রান্ত হলেন। বুধবার এই ৪ জনের লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য দপ্তর ৪ জনের মধ্যে ৩ জনকে আসানসোল ইএসআই হাসপাতালের সেফ হোমে পাঠায়। একজনকে পাঠানো হয়েছে দুর্গাপুরের কোভিড-১৯ হাসপাতালে। এই ৪ জনের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরকে শনাক্ত করা হচ্ছে বলে জানা গেছে। সবারই লালারসের নমুনা পরীক্ষা করা হবে। এর আগে কলকাতার বাসিন্দা আসানসোল জেলা হাসপাতালের এক নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন। জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা হাসপাতাল এদিন জানায়, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই একসঙ্গে ৪ নার্স করোনা আক্রান্ত হওয়ায় খবরে নতুন করে আসানসোল জেলা হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে।

[আরও পড়ুন- ৫০ লক্ষ টাকা মুক্তিপণ না দেওয়ায় নাবালকে খুন]

অন্যদিকে, রানিগঞ্জ থানার পরে এবার রানিগঞ্জ  পাঞ্জাবীমোড় পুলিশ  ফাঁড়িতে করেনার থাবা। বুধবার ওই ফাঁড়ির এক পুলিশ অফিসারের  দেহে পাওয়া যায় করোনা ভাইরাসের অস্তিত্ব। গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই অফিসার। মঙ্গলবার তিনি ফাঁড়িতে নাইট ডিউটি করেন বলে জানা গেছে। এদিন সকালে জ্বর না কমায় ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তার লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। বিকালে তার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে ওই পুলিশ অফিসারকে আসানসোলের ইএসআই হাসপাতালের সেফ হোমে ভর্তি করা হয়। এদিনই  যুদ্ধকালীন তৎপরতায় পাঞ্জাবীমোড় ফাঁড়ি স্যানিটাইজেশন করা হয়। ওই ফাঁড়িতে কর্মরত সবার লালারসের নমুনা পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তর সংখ্যা ১,৮০০ পেরিয়ে গেছে।

 

 

Related Articles

Back to top button
Close