fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসানসোলের জামুড়িয়া বরো অফিসে করোনার ছোবল

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোল পুরনিগমের জামুড়িয়া বরো অফিসের এক কর্মীর ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে এই খবর জানা গেছে। ওই কর্মী গত এক সপ্তাহ ধরে অফিসে আসছেন না বলে পুরনিগম সূত্রে জানা গেছে।

এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবেই বরো অফিসে চাঞ্চল্য ছড়ায়। মেয়র জিতেন্দ্র তিওয়ারির নির্দেশে গোটা বরো অফিস জীবাণুমুক্ত করা হয়। ওই কর্মীর লালারস পরীক্ষা করা হবে। গত সোমবার শেষবার ওই কর্মী বরো অফিসে এসেছিলেন। বরো অফিসের সব কর্মীর লালারস বা সোয়াব পরীক্ষার জন্য নেওয়া হবে। কর্মীর লালরসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

[আরও পড়ুন- বন মহোৎসবের সূচনায় ২৮ লক্ষ চারা রোপণের কর্মসূচি]

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৪৮ ঘন্টায় সেই সংখ্যা ৪৯। শুধুমাত্র রানিগঞ্জে গত ৫ দিনে ৪০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সবচেয়ে খারাপ অবস্থা রানিগঞ্জে ৮৮ ও ৮৯ নং ওয়ার্ডের। শনিবার থেকে এই দুটি ওয়ার্ডে লকডাউন করা হবে বলে আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বৃহস্পতিবার এক বৈঠকের পরে জানিয়েছেন।

Related Articles

Back to top button
Close