fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসানসোলের সালানপুর ব্লকে ঘাটওয়াল আদিবাসী সমাজের প্রথম কর্মা উৎসব পালন

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোল মহকুমার সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের কল্যা আদিবাসী গ্রামে শুক্রবার পালন করা হয় ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব। সেই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।এদিনের এই অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাঁকে বিশেষ সম্মান জানান।

বিধায়ক প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন। এরপর অনুষ্ঠানের সম্পর্কে বিধায়ক বলেন,  সালানপুর ব্লকের আদিবাসী ঘাটোয়াল সমাজের পক্ষ থেকে এই বছরে প্রথম এই উৎসব পালন করা হল। প্রথম এই উৎসবে আমার আসা। আমরা সাংস্কৃতিক রীতিনীতি মেনে সকল সমাজের মানুষের সব উৎসব পালন করে থাকি। তিনি আরও বলেন যে, এই সমাজের উন্নয়নের জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন, তা আমি সব সময় করব।

[আরও পড়ুন- হাওড়ায় চালু হল পকসো আদালত]

এই অনুষ্ঠান সম্পর্কে ঘাটওয়াল সমাজের সভাপতি সহদেব রায় বলেন যে, আমাদের এই উৎসব বহু যুগ যুগ ধরে চলে আসছে। সেই সূত্রেই উত্তরাধীকার হিসাব সাত দিন ধরে এই পুজো হয়ে থাকে। এই উৎসবে বিশেষ ভাবে কর্মা দেবতার পুজো করা হয়। মহিলারা সাত দিন ধরে কর্মা গাছের ডাল পুঁতে সারারাত ধরে এই পুজো করে থাকেন। তাছাড়া এই উৎসবে বোন ও দিদিরা ভাই দাদাদের দীর্ঘায়ু কামনায় উপবাস করে এই পুজো করেন।

 

Related Articles

Back to top button
Close