অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার আগের চেয়ে ভালো বলে হাসপাতাল সূত্রে খবর। করোনা আক্রান্ত হয়ে উত্তরবঙ্গের মাটিগাড়ার হাসপাতালে চিকিৎসাধীন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়।
করোনায় আক্রান্ত হওয়ায় মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে অশোকবাবুকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালের দিকে অশোকবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। বাড়ে শ্বাসকষ্টের সমস্যা। চিকিৎসকেরা তড়িঘড়ি কলকাতায় ডাক্তারদের সঙ্গে কথা বলেন, বাইপ্যাপ দেওয়া হয় তাঁকে। পরে গভীর রাত থেকে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হতে থাকে। তবে এখনও বাইপ্যাপেই রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অশোকবাবু।
আরও পড়ুন: করোনা পজিটিভ জন আব্রাহাম!
আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পুরসভা ও দলের কাজে যাঁরা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছেন সিপিএমের সেই সমস্ত নেতা কর্মীরা ইতিমধ্যেই সেল্ফ আইসোলেশনে চলে গেছেন। পরীক্ষার জন্য তাঁদের অনেকেরই লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।