ইরানে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা, অভিযোগের তীর ইজরায়েলের দিকে
মধ্যপ্রাচ্যে অশান্তির আশঙ্কা

তেহেরান: সন্ত্রাসীদের গুলিতে ইরানে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ’-এর নিহত হওয়ার ঘটনায় অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। কেননা, শুক্রবার সন্ধায় ইরানের আবসার্দ শহরে এই হামলার জন্য ইজরায়েলকে দায়ী করেছে তেহেরান। একইসঙ্গে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুয়ার সৌদি আরব সফরের পর এই ধরণের ঘটনা নতুন জল্পনাকে উস্কে দিয়েছে। যেখানে শুধু আমেরিকা বা ইজরায়েল নয়, সৌদি আরবও নিহত মোহসেন ফাখরিজাদেহকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসাবে মনে করে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে একজন ইজরায়েলি সাংবাদিকের পোস্ট রিটুইট করেছেন। যাতে উল্লেখ করা হয়েছে ‘ফাখরিজাদে’কে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা (মোসাদ) বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল।’ তবে এর আগে ইরানের বিদেশ মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে জানান, ‘ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইজরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ঘটনায় বোঝা যায়, যারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসহায়ত্বের কারণে একটা যুদ্ধ বাধানোর চেষ্টা করছে।’
তবে, ডোনাল্ড ট্রাম্প এবং জাওয়াদ জারিফ ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডে জন্য ইজরায়েলকে সামনে আনলেও, পিছন থেকে সৌদি আরব কলকাটি নারছে কিনা তা পরিষ্কার করেনি। যেখানে, গত ১২ নভেম্বর সৌদি সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বলেছিলেন, ‘ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবিলা নিশ্চিত করে।’ সৌদি বাদশাহ সালমানের এহেন মন্তব্যের পরেই গত তাঁর সাথে গত ২৩ নভেম্বর বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এদিকে জানা যাচ্ছে, নিহত পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান। ইরানের আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পর মোহসেন ফাখরিজাদের নিহত হওয়ার ব্যাপারটি সহজ ভাবে নিচ্ছে না তেহেরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি হুঁশিয়ারি দিয়েছেন,’বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান।’
বাকেরির এই ঘোষণার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র প্রাক্তন পরিচালক জন ব্রেনন জানিয়েছেন, ‘ইরানের একজন শীর্ষ বিজ্ঞানীকে হত্যার জেরে ওই অঞ্চলে মারাত্মক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। নতুন করে আঞ্চলিক অস্থিরতা দেখা দিতে পারে।’