পশ্চিমবঙ্গহেডলাইন
পুজোর উপহার নিয়ে দুঃস্থ মহিলাদের পাশে ‘আস্থা’

রুদ্র নারায়ণ রায়, অশোকনগর: ‘আস্থা’-র পক্ষ থেকে আজ উত্তর ২৪ পরগনার অশোকনগর গোলবাজারের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলা বিক্রেতাদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। বাজারে ঢোকার দুই ধারে অনেক বয়স্ক মহিলা শাকসবজি নিয়ে বসে থাকেন। মাঠে ঘাটে ঘুরে শাক তুলে এনে বাজারে বিক্রি করে সংসার চালান এঁরা।
আরও পড়ুন:লাদাখের উত্তপ্ত বাতাবরণের মধ্যে আটক করা চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত
লকডাউন পরিস্থিতিতে তাদের আর্থিক অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে। সেই মহিলা বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে, তাদের হাতে পুজো উপলক্ষ্যে একটি করে শাড়ি তুলে দেওয়া হয় আস্থা সংগঠনের তরফ। পুজোয় এই উপহার পেয়ে স্বভাবতই খুশি মহিলা বিক্রেতারা।