ইংলিশ অনার্সের মেধা তালিকায় নাম এক নম্বরে! আশুতোষ কলেজে ভর্তি হচ্ছেন সানি লিওন?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কলেজের মেধা তালিকা তৈরিতে অনেক সময় ছোট বড় ভুল হয়ে থাকে। কখনও বা পড়ুয়ার রোল নম্বর অথবা ডিপার্টমেন্ট নিয়ে গণ্ডগোল হওয়া স্বাভাবিক। কিন্তু এই যে ছোটখাটো ভুল নয়!
আশুতোষ কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের সদ্য প্রকাশিত মেধাতালিকায় দেখলেই আপনার চক্ষু হবে চড়কগাছ। কারণ মেধা তালিকার প্রথম নাম অভিনেত্রী সানি লিওনের। তবে তিনি কি এবার ইংলিশ বিভাগে ভর্তি হচ্ছেন?
বৃহস্পতিবার ঘটনাটি সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য! দেখা যাচ্ছে আশুতোষ কলেজের প্রথম বর্ষের ইংলিশ অনার্স বিভাগের প্রথম নাম সানির। সেখানে দেওয়া রয়েছে তার আইডি নম্বর ৯৫১৩০০৬০৪ ও রয়েছে তার রোল নম্বর ২০৭৭৭৭৬৬৬। উচ্চমাধ্যমিকে ৪০০ নম্বর পেয়েছেন সানি সেই নম্বরের উল্লেখ রয়েছে মেধাতালিকায়। এদিকে কলেজের ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ পেতেই দ্রুত ভাইরাল হয়ে উঠেছে।
এই ঘটনার জেরে হতচকিত আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের কথায় কেউ ইচ্ছা করে এই ঘটনাটি ঘটিয়েছে এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত কে তা খুঁজে বের করতে অন্তর বিভাগীয় তদন্ত শুরু করবে কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যেই ভর্তি নিয়ন্ত্রক বিভাগকে এই ভুল সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। যদিও এই ঘটনায় পড়ুয়া এবং অভিভাবকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে। এবং মেধা তালিকা থেকে সরিয়ে ফেলা হয়েছে সানি লিওনের নাম।
এই প্রথম নয় এর আগেও বছর কয়েক আগে ভোটার তালিকা উঠেছিল সানি লিওনের নাম। কখনো কারও ড্রাইভিং লাইসেন্সে দেখা গিয়েছিল এই জনপ্রিয় অভিনেত্রীর ছবি।