কোলাঘাটে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গণবণ্টনকারীদের সংবর্ধনা দেওয়া হল

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাটঃ মহামারি থেকে প্রাকৃতিক দুর্যোগ উৎসব থেকে পরব পার্বণ গণবণ্টনের কাজে নিয়োজিত থাকেন প্রতিটি এলাকার রেশন ডিলারা। গনবন্টনের ক্ষেত্রে দায়িত্ব ও সমাজ জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারি ধার্যকৃত পরও তার মান ও পরিমান নিয়ে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার সৃষ্টি হয়। রীতিমতো নানা সময়ে গ্রাহকদের জবাবদিহি করতে হয়।নানা অনুষ্ঠানের সঙ্গে বিশেষ করে করোনাকালে রেশন ডিলাররা তাদের গুরুদায়িত্ব পালন করে চলেছে এখনো পর্যন্ত।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সমস্ত ডিলারদের সংবর্ধনা দিয়ে পাশে থাকার বার্তা দিলেন। ব্লকের ৪৮ জন ডিলারকে চন্দনের ফোটা, গোলাপ, ফুল, উত্তরীয়, স্মারক, মিষ্টান্ন,করোনা প্রতিরোধ বিষয়ক বই দিয়ে সম্মানিত করা হয়। সংস্থার পক্ষে সভাপতি অভিজিৎ সামন্ত ও সংস্থার অন্যতম কর্ণধার নকুল দাস বলেন, করোনা কাল থেকেই কোনো না কোনো সময় নানা কর্মসূচি নিয়ে পাশে থাকার বার্তা দিয়ে আসছি, এটা তারই এক বার্তা পাশে থাকার জন্য আমরা আছি, আগামীতেও থাকবো। ডিলারের পক্ষে ব্লকের সভাপতি বাসুদেব মথুরা বলেন এটা আমাদের দায়িত্ব।আজকে যে সংস্থার পক্ষ থেকে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হলো তা থেকে উৎসাহিত। কাজ করার ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে আশা করছি।