fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোলাঘাটে দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়ালেন শিশু দিবসে শিশু চিকিৎসক

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: আবারও মানবিক মুখ হয়ে উঠলেন বিশিষ্ট শিশু চিকিৎসক কোলাঘাটের প্রবীর ভৌমিক। কোলাঘাট শুশ্রূষা সেবা নিকেতন এর উদ্যোগে শিশু দিবসে  স্থানীয় বড়িষা গ্রামের সমস্ত দুঃস্থ ছোট ছোট ছেলে মেয়েদের বিনামূল্যে চিকিৎসা করার অঙ্গীকার করলেন। ছেলেমেয়েদের নিয়ে কেক কাটলেন। সেই সঙ্গে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে সময় কাটালেন। এর পাশাপাশি শিশু দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এক্সরে মেশিন ও অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনদের সঙ্গে প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী ও বর্তমান বাম বিধায়ক শেখ ইব্রাহিম আলীকে  উপস্থিত থাকতে দেখা গেল।

এক সাক্ষাৎকারে শিশু চিকিৎসক প্রবীর ভৌমিক জানালেন পাশের গ্রামের দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়ালাম আগামী দিনে আরও পার্শ্ববর্তী গ্রামের দুঃস্থ বাচ্চাদের পাশে  দাঁড়াব।  তিনি বলেন শিশুরা এক একটি চারাগাছ,  এদের প্রতি যত্নবান হলে গাছের মতই ফল দেবে। দেশ ও জাতির সমৃদ্ধি ঘটবে। আমরা সবাই জানি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।  এদিন  দুঃস্থ পরিবার হাতে হেলথ্ কার্ড ও তুলে দেওয়া হয়।

 

Related Articles

Back to top button
Close