fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

সাইক্লোন ইয়ানের তাণ্ডবে বিপর্যস্ত ফ্লোরিডা, মৃত কমপক্ষে ১২

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফ্লোরিডায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়ান। সাইক্লোন ইয়ান যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান সম্ভবত ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন (এক ধরনের সামুদ্রিক ঝড়)।

কেন্দ্রীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের সদর দফতরের বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রাথমিক খবরে বেশকিছু প্রাণহানির ইঙ্গিত পাওয়া গেছে। হারিকেনটি বুধবার ফোর্ট মায়ার্স শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। এতে ব্যাপক বন্যা, প্রবল বাতাস এবং ঝড়ের তোড় সৃষ্টি হয়। ফ্লোরিডার ২৬ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বেশ কিছু এলাকা কয়েক ফুট জলের নিচে তলিয়ে গেছে।

জরুরি বিভাগের কর্মীরা বাড়িতে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছানোর জন্য ভেঙে বা উপড়ে পড়া গাছ করাত দিয়ে কেটে পথ করছে। ইয়ানের বেগ কমে সাধারণ গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে।

তবে ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করে দিয়ে বলেছে এটির পরে আবার হারিকেনে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সাউথ ক্যারোলাইনার পুরো উপকূলের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

 

 

 

Related Articles

Back to top button
Close