আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, স্কুল চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি, নিহত কমপক্ষে ২১ জন শিশু

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আমেরিকায় ফের বন্ধুকবাজের হামলা। স্কুল চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনায় ২১ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই গোটা ঘটনার পিছনে রয়েছে এক ১৮ বছরে তরুণ। স্কুল চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝড়া করে দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। মৃত পড়ুয়াদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। সকলেই সকলেই গ্রেড ২, ৩, ৪ বাচ্চা৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ হামলাকারীদেরও মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে অনুমান। স্কুল চত্বর ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অস্ত্র রাখার আইনে বদল আনার উল্লেখ করেছেন৷
বন্দুকধারী এক হাতে হ্যান্ডগান অন্য হাতে রাইফেল ছিল৷ এই নিয়ে সে রব এলিমেন্ট্রি স্কুলে ঢুকে আসে৷ জানা যাচ্ছে হামলাকারী সেন এটোনিয়ার বাসিন্দা৷ হোয়াইট হাউসের প্রেস সচিব কারাইন জিন পিয়ের জানিয়েছিলেন রাষ্ট্রপতি জো বাইডেনকে এই হামলার বিষয়ে জানানো হয়েছে।
লাগাতার আমেরিকায় চলেছে গুলি চালনা ঘটনা। আমেরিকা সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ২০২২ এ এখনও অবধি ৩০ টি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷