ফের উত্তপ্ত আফগানিস্থান, কান্দাহারে বোমা বিস্ফোরণে মৃত অন্তত ৪, জখম বহু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের একবার ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থাকল আফগানিস্তান। সূত্রের খবর, শহর কান্দাহারে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেণ প্রায় ৩০ জন মানুষ। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে ঘটে এই বিস্ফোরণ। স্থানীয় নিরাপত্তা বিষয়ক সূত্র জানিয়েছে, কান্দাহারের মাইওয়ান্দ জেলায় শাহরা ব্যাটালিয়নই ছিল সন্ত্রাসবাদীদের নিশানায়। হতাহতের মধ্যে সেনাকর্মী ছাড়াও বহু সাধারণ মানুষও রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: গ্রিন ট্রাইব্যুনালের নয়া নির্দেশিকা, দেশের ২৩ রাজ্যে ৩০ নভেম্বর পর্যন্ত বাজি নিষিদ্ধ
এছাড়া কান্দাহারের মীরওয়াইস হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণে জখম হয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে ১৩ জন পুলিশ অফিসার ও ১১ জন সাধারণ মানুষ। সূত্রের খবর, মৃতের সংখ্যা কমপক্ষে চার। তাঁদের মধ্যে আছেন দুই মহিলা, একজন পুরুষ ও একটি শিশু। বিস্ফোরণে বহু দোকানপাট ও বাড়িঘর ভেঙে পড়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তার ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে কান্দাহার পুলিশের তরফে জানানো হয়, বিস্ফোরণে জখম হয়েছেন তিনজন সেনা জওয়ান। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।