আন্তর্জাতিকহেডলাইন
ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত কমপক্ষে ৬

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর পুলিশ এই খবর নিশ্চিত করেছে।
শনিবার মধ্যরাতে একটি রেস্তরাঁ বারে হঠাৎ করে গুলি চালনার শব্ধ শোনা যায়। ভয়ে এদিক সেদিক পালাতে থাকে মানুষ। পুলিশ এর পালটা জবাব দেয়। ঘটনার পর পরেই তদন্তকারী অফিসাররা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করার চেষ্টা চালাচ্ছেন তারা। গোলাগুলির ঘটনাটি স্যাক্রামেন্টো কিংসের বাস্কেটবল খেলার জায়গা গোল্ডেন ওয়ান সেন্টারের কাছাকাছি ঘটেছে।
এর আগেও ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে।