fbpx
দেশহেডলাইন

ঘোষণা কেন্দ্রের, ১৫ জুলাই থেকে ৭৫ দিন ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বাড়ছে করোনা সংক্রমণ। এই সংখ্যা বাড় বাড়ন্তের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র সরকার। এদিকে করোনা বাড়তে থাকলেও রাজ্যের সাধারণ মানুষের মধ্যে কেমন একটা গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকে এই অবস্থায় ঘরে ঘরে বাড়ছে জ্বর আর সর্দি কাশি। এবার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে সকলকেই আহ্বান জানাল কেন্দ্র সরকার।

সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ১৮ বছরের বেশি বয়সী, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক সকল ভারতীয় নাগরিক বিনামূল্যে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ পাবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগামী ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিনের জন্য এই সুবিধা দেওয়া হবে। ১৩ জুলাই বুধবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। আজাদি কা অমৃত কাল উপলক্ষে কেন্দ্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন,  ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।’  কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘আজাদি কা অমৃত মহোৎসব’, অর্থাৎ, স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে শুধুমাত্র সরকারি টিকা কেন্দ্রগুলিতেই বিনামূল্যে বুস্টার ডোজ পাওয়ার সুবিধা মিলবে।

প্রসঙ্গত, বর্তমানে শুধুমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তিদের সরকারি টিকাদান কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

Related Articles

Back to top button
Close